বৈদেশিক নির্ভরতা অনেকাংশে কমে এসেছে : পরিকল্পনামন্ত্রী

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬:০০ |  আপডেট  : ১১ ডিসেম্বর ২০২৪, ১৭:২৩

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান সরকারের আমলে বৈদেশিক নির্ভরতা অনেকাংশে কমে এসেছে। একই সঙ্গে মন্ত্রী  বলেন, ভূমি দখলের কয়েকটি বিষয়ে সরকার বিব্রত।

আজ শুক্রবার সকালে বাপা-বেন বার্ষিক সম্মেলনে এ কথা বলেন পরিকল্পনামন্ত্রী। এ ছাড়া সম্মেলনে অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এডহক ভিত্তিতে নয় বরং জ্বালানি ও জলবায়ু পরিবর্তনে রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনার ফারাক মিটিয়ে মধ্য ও দীর্ঘ মেয়াদে একটি সমন্বিত পরিকল্পনা করতে হবে।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘জ্বালানি পরিকল্পনার বিষয়টি বাংলাদেশের জন্য বিশেষভাবে জটিল, কঠিন ও জরুরি। জ্বালানি পরিবেশ জ্ঞান ও পরিবেশ বিজ্ঞান এবং জনস্বাস্থ্য বিষয়ক জ্ঞান। বৈশ্বিক অর্থনীতিক বিশ্লেষণ এতে নানামুখী বিশ্লেষণকে সমন্বিত করে।  

এ ছাড়া পরিবেশ আন্দোলনের সভাপতি সুলতানা কামাল বলেন, যেকোনো পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে সরকারকে জনগণের মাধ্যমে চাহিদা  বুঝে নিতে হবে। অর্থাৎ, জনগণই সরকারের চাহিদা নির্ধারণ করবে।

সুলতানা কামাল আরও বলেন, ‘আমরা জানি উন্নয়নের প্রয়োজন রয়েছ এবং উন্নয়নের জন্য বিদ্যুতেরও প্রয়োজন রয়েছে।’

সম্মেলনে আসা বিভিন্ন প্রস্তাবনা সরকারের উন্নয়নে সহায়ক হবে বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অর্থনীতিবিদেরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত