বেলারুশ থেকে রুশ মিসাইল হামলায় উড়ে গেলো ঝিতোমির সেনাঘাঁটি

প্রকাশ: ২ মার্চ ২০২২, ০৯:৪৪ | আপডেট : ৫ মে ২০২৫, ১৪:৩০

মিসাইল হামলার পর হতাহতদের উদ্ধারে কাজ করছে ইউক্রেনীয় উদ্ধার কর্মীরা। ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় গত বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। আজ বুধবার হামলার সপ্তমদিন। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।দ্য সানের প্রতিবেদন।
গত ছয় দিনে রুশ সেনারা ইউক্রেনের বিভিন্ন শহরে অভিযান চালিয়েছে। এক যোগে বিভিন্ন দিক থেকে অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী শহর কিয়েভেও অভিযান শুরু করেছে। তবে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ও দেশটির বেসামরিক নাগরিকরা কোথাও কোথাও শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে।
এদিকে, রুশ বাহিনীর ভয়াবহ মিসাইল হামলায় ইউক্রেনের ঝিতোমির সেনাঘাঁটি গুড়িয়ে গেছে। এই মিসাইলটি বেলারুশ থেকে নিক্ষেপ করা হয় বলে জানা গেছে।
এই মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে সেখানকার একাধিক আবাসিক ভবনও। এতে রিপোর্ট লেখা পর্যন্ত এক শিশুসহ চারজন নিহত হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের উপদেষ্টা অ্যান্টোন গেরাশচেনকো বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, মিসাইল হামলায় গুড়িয়ে গেছে ইউক্রেনের বিমান বাহিনীর ৯৫তম ঝিতোমির ঘাঁটি। উল্লেখ্য, ঝিতোমির রাজধানী কিয়েভ থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত