বেরোবি নবনিযুক্ত উপাচার্যের নিকট সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের স্মারকলিপি পেশ
প্রকাশ: ১৭ জুন ২০২১, ০৮:০৩ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৪
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশিদ এর সাথে দেখা করেছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বেরোবি শাখার নেতৃবৃন্দ। বুধবার বিশ^বিদ্যালয় শাখার সভাপতি রিনা মুর্মু ও সাংগঠনিক সম্পাদক বিপুল মহন্তর নেতৃত্বে অবিলম্বে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে ক্যাম্পাস খুলে যথাযথ নীতিমালা প্রণয়ন করে পরীক্ষা নেয়া, অতীতের সকল দুর্নীতি অনিয়মের বিচারের ব্যবস্থা করা, নির্মাণাধীন অবকাঠামোর কাজ দ্রুত সম্পন্ন এবং রোকেয়া ভাস্কর্য ও মূল ফটক নির্মাণ করার দাবিতে উপাচার্যের কার্যালয়ে চার দফা দাবি নিয়ে স্মারকলিপি প্রদান করে।
স্মারকলিপি গ্রহণের পর উপাচার্য পেশকৃত দাবি সমূহ নিয়ে প্রক্টরিয়াল বডির সাথে বসে সমস্যা সমাধানে চেষ্টা করবেন বলে নেতৃবৃন্দকে আশ^স্ত করেন। নব নিযুক্ত উপাচার্যের সাথে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও রংপুর মহানগর শাখার সভাপতি যুগেশ ত্রিপুরা, বিশ^বিদ্যালয় শাখার সহ সভাপতি আবু সাঈদ সংগঠক বাদল, রিতা প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত