বেগম রোকেয়া দিবস উপলক্ষে সিরাজদিখানে ৫ নারী পেল জয়ীতা পুরস্কার
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২৩, ১৬:০৯ | আপডেট : ৩ জানুয়ারি ২০২৫, ০৩:১৩
মুন্সীগঞ্জ সিরাজদিখানে ৫ জন সফল নারীকে জয়ীতা পুরস্কার প্রদান করা হয়েছে। আজ শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে জয়ীতাদের সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
জাতীয় বেগম রোকেয়া দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ৫ জন নারীর হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজদিখান উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনূল হাসান নাহিদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গোল রওসান ফিরদৌস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজদিখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, রশুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট আবু সাঈদ,কোলা ইউপি চেয়ারম্যাস এএইচ সাইফুল ইসলাম মিন্টু, সিরাজদিখান উপজেলা প্রেসক্লাব সভাপতি সুব্রত দাস রনক,ডাঃ এ কে এম সাইফুল হক। অনুষ্ঠানে সফল জননী ছায়া ঘোষ, সফল উদ্দোক্তা সুলতানা আক্তার, সফল নারী সমাজসেবক মমতাজ বেগম, প্রতিবাদী নারী রওশন আরা বেগম ও শিক্ষায় চৈতি দেবনাথকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত