বৃহস্পতিবার দেশে ফিরছে বাংলাদেশ দল
প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১৭:০৪ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:০৪
টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজে শতভাগ সাফল্য শেষে আগামী ২৯ জুলাই দেশে ফিরবে বাংলাদেশ দল। এর আগে অবশ্য ধাপে ধাপে ফিরেছেন টেস্ট ও ওয়ানডে দলের সদস্যরা। যদিও বা দেশে ফিরেই শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের প্রস্তুতি।
আগামী ২৮ জুলাই (বুধবার) স্থানীয় সময় সকালে হারারে থেকে দেশের উদ্দেশ্যে শুরু হবে টাইগারদের বিমান যাত্রা। হারারে থেকে প্রথমে জোহানেসবার্গ, তারপর কাতারের রাজধানী দোহা হয়ে বৃহস্পতিবার রাজধানী ঢাকায় এসে পৌঁছাবে টাইগারদের বহর।
অবশ্য দেশে ফিরেও বিশ্রাম নেই ক্রিকেটারদের। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ঢুকতে হবে জৈব সুরক্ষা বলয়ে। আর তাই ক্রিকেটার-কোচিং স্টাফসহ জাতীয় দলের পুরো বহর সরাসরি বিমানবন্দর থেকে চলে যাবে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে।
সেখানে ৩ দিন বিরতি শেষে আগামী ১ আগস্ট থেকে শুরু হবে অস্ট্রেলিয়া সিরিজের অনুশীলন। সেখানে ২ দিন অনুশীলনের পর আগামী ৩ আগস্ট প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত