বৃষ্টি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২১, ১৪:৩৫ |  আপডেট  : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩৩

বৃষ্টি পড়ে রিম ঝিমিয়ে ,
বৃষ্টি পড়ে মেঠো পথে, টিনের চালে।
মাঠে ব্যস্ত কৃষকের মাস্তুলে,
টিনের চালের বৃষ্টি শুনতে ভাড়ি মিস্টি।
পা ভিজেতো ভিজুক,কাপড় ওঠে উঠুক।
ইজ্জত যায় যাক কাপড়টা আমার থাক।
পুকুর, ডোবা, খালগুলো সব গেছে যে ভোরে।
বৃষ্টির পানি যাবে কোথায়, 
যায়গা খুজে না পাবে মুষলধারে বৃষ্টি ,
সীমাহীন তার শক্তি।
পুকুর নাই, ডোবা নাই,হয়েছে কি তাতে।
হাট আছে বাজার আছে,আরো আছে বাড়ি।
ঘর ডুবাবো, বাড়ি ডুবাবো, ডুবাবো তাদের উনুন।
বুজবে তখন মানুষ গুলো খাল ভড়াটের  মাশুল।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত