বৃষ্টি জলে হলুদ মেয়ে
প্রকাশ: ১৬ জুন ২০২১, ১০:১৩ | আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ২২:৩৭
হঠাৎ সেদিন বৃষ্টি জলে নিত্য করে হলুদ মেয়ে
অসংখ্য সবুজ পাতার ফাঁকে মিষ্টি হাসি মুখে,
সে যেন সেজে রয়েছে সাদাপারা হলুদ বর্ণ শাড়িতে,
এলোমেলো চুলে কাজল মাখা দু'চোখে।
কী অপরূপ লাগচ্ছিলো তুলতুলে গা দুলচ্ছিল
পাপড়ি গুলো উড়চ্ছিলো হাওয়ায় হেসেহেসে,
গুনগুনিয়ে ভ্রমরেরা গায়চ্ছিল বৃষ্টি জলে ভিজে
ফুল কলিদের সাথে আনন্দে নাচে আর উল্লাসে।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর মন করে হায় ব্যাকুল
ঘোলা জলে ব্যাঙেরা সব কাদা মেখে খেলে দোল,
পাতিহাঁস সাঁতার কাটে বৃষ্টির জলে এমন মধুর ক্ষণে
কুটিকুটি হাসে কদম ফুল একাই বনে আর জঙ্গল।
বৃষ্টি পড়ে আকাশ থেকে হিমেল হাওয়ায় উড়ে সে
দূর আকাশে চায় যেতে মায়ায় বাঁধা কদম গাছে,
হঠাৎ সে চায় আমার দিকে অপলক দৃষ্টিতে
লজ্জায় তার লাল মুখটি ঢাকে রঙধনুর পাশে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত