বৃষ্টির রাতে
প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ২১:০৯ | আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০২:৩১
সাইফুল ভূঁইয়া
---------------------------
ঢাকার রাতে বসে আছে বৃষ্টি আর রেইনকোট
সে-ই এসেছে যার আসার কথা নয়
বৃষ্টির স্পর্শে রাজপথে জেগেছে সহস্র পদচিহ্ন
জুড়ি গাড়ি দাঁড়িয়েছে নবাব বাড়ির ফটকে
জলসায় গেয়ে চলছে বেগম আখতার।
এই রাতে একজনকে পেয়েছে বাচালতায়
- আমি আর কথা বলবো না।
তার কথা শুনে শুনে অন্য একজন হচ্ছে মাতাল
জেগে আছে বৃষ্টির অপেক্ষায় পকেটে গোলাপ
-ভালবাসা এখনো শেখা হয়নি আমার।
এই রাতে নগরীর মোড়ে মোড়ে পাথরের মূর্তি
শেখাচ্ছে ভালবাসার শিল্প -
বাড়ি ফিরে তাকে ডেকে বলো, তোমায় ভালবাসি।
বৃষ্টি ভেজা রাতে বিলবোর্ডে হাস্যমুখ অড্রে-হেপবার্ন
- “নাথিং ইজ ইম্পোসিবল”
তবে কেন বাঁশের সাঁকোটুকু পেরোতে পারিনি আমি।
এমন বৃষ্টির রাতে দাঁড়িয়ে আছি শাহবাগে
তুমি চলে এসো
দাঁড়িয়ে থাকবো আমরা পাথরের যুগল মূর্তি হয়ে
জেগে উঠবো আবার কোনো এক বৃষ্টির রাতে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত