বৃষ্টিতে সিরিজ ভাগাভাগি করল ইংল্যান্ড-দ. আফ্রিকা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৯:৫৩ |  আপডেট  : ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪

ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হানা দিয়েছিল। ম্যাচের দৈর্ঘ্যও কমে আসে তাতে। কিন্তু পরে সিরিজের তৃতীয় ম্যাচটি ম্যাচ শুরু হলেও শেষ হতে পারল না সেই বৃষ্টির কারণেই। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হলো সিরিজ।

রোববার লিডসে সিরিজের শেষ ম্যাচটি নেমে আসে ৪৫ ওভারে। টস জিতে আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। ২৪ রানেই প্রথম উইকেট হারালেও কুইন্টন ডি কক ও রাসি ফন ডের ডুসেনের ব্যাটে ভর করে ভালো শুরু করে সফরকারীরা। ডুসেন ২৬ রান করে বিদায় নিলেও এইডেন মার্করামকে নিয়ে ডি কক খেলতে থাকেন স্বচ্ছন্দে।

২ উইকেটে ১৫৯ রান তুলে ফেলে দক্ষিণ আফ্রিকা। ডি কক অপরাজিত ছিলেন ৭৬ বলে ৯২ রান করে, আর মার্করাম ব্যাট করছিলেন ২৪ রানে। এমন সময় ফের হানা দেয় বৃষ্টি। পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। ফলে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ১-১ এর সমতায় শেষ হলো।

এর আগে সিরিজের প্রথম ম্যাচ দক্ষিণ আফ্রিকা ৬২ রানে জয়লাভ করে। আর বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় ম্যাচ ইংল্যান্ড জয় তুলে নেয় ১১৮ রানে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত