বুধবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ১৫:৩৮ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (১৭ নভেম্বর) সংবাদ সম্মেলন করবেন। মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য ও ফ্রান্স সফর-পরবর্তী সংবাদ সম্মেলন আগামী ১৭ নভেম্বর বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
গত ৩১ অক্টোবর যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী গ্লাসগো, লন্ডন ও প্যারিস সফর শেষে দেশে ফিরে আসেন।
গ্লাসগোতে, প্রধানমন্ত্রী কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য ইভেন্টে যোগদান করেন। গ্লাসগোতে অবস্থানকালে ১ নভেম্বর সকালে প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসে (এসইসি) কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ- কমনওয়েলথ হাই লেভেল প্যানেল ডিসকাসন অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক একটি সাইড ইভেন্টে যোগ দেন। এছাড়া এই সফরে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সঙ্গে বেঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত