বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’য় ভূষিত হয়েছেন জুয়েল আইচ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২২, ১১:৩৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০৮

বিশ্ববিখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ ‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’য় ভূষিত হয়েছেন। জুয়েল আইচ তার এই সম্মাননা প্রাপ্তির কথা জানিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তিনি লেখেন, ‘আজ উত্তরা ক্লাব আমাকে ‘বীর মুক্তিযোদ্ধা সম্মাননা’য় ভূষিত করেছে। স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি ছবিও পোস্ট করেছেন।

জুয়েল আইচ জাদু প্রদর্শনের পাশাপাশি বাঁশিবাদক ও চিত্রশিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার বাড়ি পিরোজপুর জেলার সমুদয়কাঠি ইউনিয়নে। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৯ নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। সেক্টর কমান্ডার মেজর জলিলের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশ নেন।

জাদু শিল্পে অসামান্য অবদান রাখার জন্য তিনি একুশে পদক লাভ করেছেন। এছাড়াও তিনি কাজী মাহমুদুল্লাহ স্বর্ণপদক, বাংলাদেশ টেলিভিশন পুরস্কার, যুক্তরাষ্ট্রের সেরা জাতীয় পুরস্কার ‘বেস্ট ম্যাজিশিয়ান অব দ্যা ইয়ার’ ও সোসাইটি অফ অ্যামেরিকান ম্যাজিশিয়া’ পুরস্কার লাভ করেছেন।

পুরস্কার ছাড়াও তিনি সিজেএফবির আজীবন সম্মাননা ও বাংলা একাডেমি ফেলোশিপ লাভ করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত