সবুজবাগ ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন
বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন স্মৃতি ১ম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগ-২০২৪
প্রকাশ: ১১ মার্চ ২০২৪, ১৯:১২ | আপডেট : ৮ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন স্মৃতি প্রথম বিভাগ মহিলা হ্যান্ডবল লীগের ফাইনাল খেলায় নিরাময় হাসপাতাল দলকে ৪-৮ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সবুজবাগ ক্রিড়া চক্র। সোমবার (১১ মার্চ) বিকেলে ৫টায় মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে মাদারীপুর আসমত আলী খান স্টেডিয়ামে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম, মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান কালু খান, হ্যান্ডবল উপকমিটির সভাপতি ডা. মো. গোলাম সারোয়ার।
স্পন্সর করেন, বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসাইন এর কন্যা শাহনেওয়াজ আলম দীনা। খেলায় মাদারীপুর জেলার চারটি উপজেলা থেকে চারটি গ্রুপে মোট ১৪টি দল অংশগ্রহণ করেছিল।
ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত