কাউনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:১১

কাউনিয়ায় বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহমান এর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার দুপুরে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় কেন্দ্রীয় কবর স্থানে দাফন করা হয়। 

এর আগে নিহতের কফিনে রাষ্ট্রীয় সালাম প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিদুল হক। উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কোম্পানি কমান্ডার বীর মুক্তিযাদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, কাউনিয়া থানার ইন্সপেক্টার (তদন্ত) ফরহাদ হোসেন মন্ডল, পুলিশ বাহিনীর সদস্যসহ শতশত সাধারন মানুষ। 

উল্লেখ্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান গত শনিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত