বিয়ের সুসংবাদ দিলেন সিদ্ধার্ত-কিয়ারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২, ১৫:৫৯ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৩

সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানির প্রেমের খবর কম-বেশি সব বলিউডপ্রেমীর জানা। যদিও তারা সরাসরি কখনও সম্পর্কের ব্যাপারে বলেননি; তবে ইশারা-ইঙ্গিতে বারবার বুঝিয়ে দিয়েছেন। এদিকে অনেকদিন ধরেই শোনা যাচ্ছে, শিগগিরই প্রেমকে পূর্ণতা দেবেন তারা।
 
এবার জানা গেলো, সেই পরিণয়ের দিনটাও চূড়ান্ত করে ফেলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা। আগামী ডিসেম্বরেই বিয়েটা সেরে ফেলবেন তারা। ইতোমধ্যে বিয়ের তারিখও ঠিক করেছেন।
 
বলিউড হাঙ্গামাকে একটি বিশ্বস্ত সূত্র বলেছেন, “হ্যাঁ, বিয়ের জন্য এই ডিসেম্বরের একটি তারিখ চূড়ান্ত করেছেন ‘শেরশাহ’ জুটি। যদিও দুই পরিবারের কেউই বিয়ের বিষয়ে কথা বলতে নারাজ, তবে প্রস্তুতির কথা জানিয়েছেন।”

ওই সূত্রের মতে, সিড-কিয়ারার বিয়ে হবে মুম্বাইয়ের বাইরে। তবে সিনে জগতের মানুষদের নিয়ে মুম্বাইতে একটি বড় জমকালো সংবর্ধনার আয়োজন রাখবেন হবু দম্পতি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত