বিয়ের দিন পাঞ্জাবির বদলে পড়নে কাফনের কাপড় 

  রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ আগস্ট ২০২১, ১৫:২৭ |  আপডেট  : ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬

বিয়ে উপলক্ষে সাজানো হয়েছে পুরো বাড়ি। বুধবার হয়ে গেছে গায়েহলুদের জমকালো অনুষ্ঠান।  আত্মীয়-স্বজনও এসেছেন বিয়ে বাড়িতে। সব প্রস্তুতিই প্রায় শেষ। বৃহস্পতিবার (১২ আগস্ট) দুপুরে কনের বাড়িতে বর সেঁজে যাওয়ার কথা ২৬ বছর বয়সী আলামিনের।  বুধবার গায়ে হলুদের অনুষ্ঠান শেষে রাতে নিজ ঘরে শুয়ে পরেন বর আলামিন।

 বৃহস্পতিবার সকালের সূর্য উঠার আগেই এক দুঃসংবাদ তছনছ করে দিল সব পরিকল্পনা। বাড়ি জুড়ে কান্নার রোল। বিয়ের তিন পরিবারের লোকজন দেখতে পায় আলামিন আর নেই। নিথর দেহ পরে আছে বিছানায়। বুধবার রাতের কোনো এক সময়ে সে মারা গেছেন। সকালে বিয়ে বাড়িতে শুরু হয় কান্নার রোল। এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের রহবল দক্ষিণপাড়া গ্রামে।

বর আলামিন রহবল দক্ষিণপাড়া গ্রামের আলম আকন্দের ছেলে। কনে একই উপজেলার রায়নগর ইউনিয়নের টেপাগাড়ি গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফ আলীর মেয়ে আরেফা আক্তার (১৮)।

বর বেশে যে সময় কনের বাড়ি যাবার কথা ছিলো, সে সময়ই তাকে লাশ হয়ে বের হতে হলো বাড়ি থেকে। পরিবারের ধারণা বুধবার  রাতের কোনো এক সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বর আলামিনের  মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, বরের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। বাবা আলম আকন্দ জানান, আলামিনের মৃত্যুর ব্যাপারে কারো বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই।

দেউলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই প্রধান আলামিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে আলামিনের নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত