বিসিবির সঙ্গে চুক্তি শেষ, এবার পাকিস্তানে যাচ্ছেন গিবসন
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ১০:৩৫ | আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:১০
বিসিবির সঙ্গে তাঁর দুই বছরের চুক্তি শেষ হওয়ার কথা এ বছরের ২০ জানুয়ারি। এরপর আর বিসিবির সঙ্গে থাকছেন না জাতীয় দলের পেস বোলিং কোচ ওটিস গিবসন। এর মধ্যেই চুক্তি করে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের দল মুলতান সুলতানের সঙ্গে। ২৭ জানুয়ারি থেকে অনুষ্ঠেয় পিএসএলে কাজ করবেন সাবেক এই ক্যারিবিয়ান পেসার।
বিষয়টি নিশ্চিত করেছেন গিবসন নিজেই। কাল এক খুদে বার্তায় গিবসন বলেছেন, ‘আমার পিএসএলে যাওয়াটা নিশ্চিত। বিসিবির সঙ্গে আমার চুক্তি এ মাসেই শেষ হচ্ছে।’ গিবসন এখন নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে আছেন। সেখানে জাতীয় দলের পেসারদের সঙ্গে এক নৈশভোজে নিজের চুক্তি নবায়ন না করার বিষয়টি জানান গিবসন।
বিসিবিও গিবসনের চুক্তি নবায়ন না করার কথা জানিয়েছে। বোর্ডের ক্রিকেট পরিচালন বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ওটিস গিবসন আর নিজের চুক্তি নবায়ন করছেন না।
গিবসন বাংলাদেশ দলের পেস বোলিং কোচের দায়িত্ব নেওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন। তার অধীনই ২০১২ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ জেতে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত ইংল্যান্ডের বোলিং কোচের দায়িত্ব পালন করেন। ইংলিশ ক্রিকেটের দুই কিংবদন্তি পেসার জিমি অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রডের ক্যারিয়ারে গিবসনের বড় অবদান ছিল। ইংল্যান্ড দলের দায়িত্ব ছেড়ে গিবসন দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ ছিলেন ২০১৭ থেকে ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত।
গিবসনকে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেস বোলিং কোচ বলা হয়। বাংলাদেশের মতো পেস বোলিং বিমুখ সংস্কৃতিতে এসে একঝাঁক টেস্ট পেসার তৈরি করেছেন তিনি। তাঁর সময়ে তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, শরীফুল ইসলামদের উন্নতি এসেছে। মোস্তাফিজুর রহমানের বোলিংয়ে ইনসুইং যোগ করে তাঁর বোলিংয়ে ভিন্ন মাত্রা যোগ করেছেন সাবেক এই ক্যারিবীয় পেসার। সে কারণেই নিউজিল্যান্ড থেকে জাতীয় দলের এক পেসার আক্ষেপ করে বলছিলেন, পেসাররা যখন ভালো করা শুরু করেছে, তখনই তিনি চলে যাচ্ছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত