বিসিবির সঙ্গে এবার কেন্দ্রীয় চুক্তিতে নতুন এলেন যারা, বাদ দুজন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২১, ১১:৫৬ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে এবার কেন্দ্রীয় চুক্তি হলো ২৪ ক্রিকেটারের। বুধবার রাতে এ খেলোয়াড় তালিকা ঘোষণা করেছে বিসিবি।

বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন বুধবার বিকেলে জানিয়েছিলেন, রাতের মধ্যেই ঘোষণা দেয়া হবে বিসিবির সঙ্গে নতুন করে চুক্তি হলো কোন কোন ক্রিকেটারের? তারা কারা এবং সংখ্যা কতো?- তাও জানিয়ে দেয়া হবে। রাত ১০টা নাগাদ তা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বোর্ড।

এবারের কেন্দ্রীয় চুক্তিটা একটু ভিন্ন, আছে নতুনত্ব। আগেরবার চুক্তি হয়েছিল লাল ও সাদা বলে। আর এবার টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি- তিন ফরম্যাটে পাঁচটি ভাগে মোট ২৪ ক্রিকেটারকে আলাদা করে চুক্তির আওতায় আনা হয়েছে। এর মধ্যে টেস্টে ১৪, ওয়ানডেতে ১২ আর টি-টোয়েন্টি ফরম্যাটে ১৫ জনকে কেন্দ্রীয় চুক্তিতে রাখা হয়েছে।

টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই আছেন মাত্র পাঁচজন। তারা হলেন মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। তাসকিন আর শরিফুল সব ফরম্যাটে চুক্তিতে থাকলেও তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোস্তাফিজুর রহমান নেই তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে।

তবে তামিম আর রিয়াদের চুক্তিতে না থাকার কারণ আগেই ব্যাখ্যা করেছেন বিসিবি প্রধান পাপন। জানিয়েছেন রিয়াদ আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও যেহেতু টেস্ট থেকে দূরে, তাই তার সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হওয়ার আগে তাকে রাখা হবে না টেস্ট চুক্তিতে। আর তামিম টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোয় তাকে টি-টোয়েন্টিতে বিবেচনায় আনা হয়নি।

বিসিবির আগেরবারের কেন্দ্রীয় চুক্তির মধ্যে নেই কেবল দুজন। তারা হলেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও ডানহাতি অফস্পিনার নাইম হাসান। এবার তারা কোনো ক্যাটাগরি ও ফরম্যাটেই নেই।

অন্যদিকে শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, সাইফ হাসান, শামিম পাটোয়ারী ও শেখ মেহেদি হাসানরা নতুন করে চুক্তির অন্তর্ভুক্ত হয়েছেন।

২০২১ সালের মে থেকে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকবে এই চুক্তি।

পাঁচটি ভাগে ভাগ করা চুক্তিতে ২৪ ক্রিকেটার যে যেখানে-

তিন ফরম্যাট: মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শুধুমাত্র টেস্ট: মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

টেস্ট ও ওয়ানডে: তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

শুধুমাত্র টি-টোয়েন্টি: সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী

ফরম্যাটভেদে কেন্দ্রীয় চুক্তি তালিকা

টেস্ট: মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুমিনুল হক সৌরভ, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ চৌধুরী রাহী, সাদমান ইসলাম, সাইফ হাসান ও এবাদত হোসেন চৌধুরী।

ওয়ানডে: মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আফিফ হোসেন ধ্রুব।

টি-টোয়েন্টি: মুশফিকুর রহীম, সাকিব আল জাসান, লিটন দাস, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, নাইম শেখ, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ ও শামীম পাটোয়ারী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত