বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে ২৮ নারী ক্রিকেটার
প্রকাশ: ২৪ জুলাই ২০২২, ১১:৪৩ | আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:২০
অনেক দিন ধরে মাঠের বাইরে আছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। তবে তাদের এই সুখের বিশ্রাম আর থাকছে না। নারী ক্রিকেটারকে নিয়ে কন্ডিশনিং ক্যাম্প শুরু করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে এই ক্যাম্প।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ইয়ো-ইয়ো টেস্টের মাধ্যমে শুরু হবে সালমা-রুমানাদের এবারের মিশন। বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে জাতীয় দরের বাইরের ক্রিকেটারসহ ডাক পেয়েছেন মোট ২৮ ক্রিকেটার। ২৮ ক্রিকেটারকে নিয়ে আজ শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ৯ আগস্ট পর্যন্ত।
বিসিবির কন্ডিশনিং ক্যাম্পে ডাক পাওয়া ২৮ ক্রিকেটার: মুর্শিদা খাতুন হ্যাপি, শামীমা সুলতানা, নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, লতা মন্ডল, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, সুরাইয়া আজমীম, শারমিন আক্তার সুপ্তা, জাহানারা আলম, নুজহাত তাসনিয়া, রুবাইয়া হায়দার ঝিলিক, রাবেয়া, পূজা চক্রবর্তী, দিশা বিশ্বাস, ঝর্ণা আক্তার, মারুফা আক্তার, সোহেলী আক্তার, ফাতেমা জাহান সোনিয়া, খাদিজা-তুল-কুবরা, শারমিন সুলতানা ও শায়লা শারমিন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত