বিষ

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১, ১০:০০ | আপডেট : ৬ মে ২০২৫, ১০:৩৪

সুহিতা সুলতানা
------------
অতিরিক্ত যা কিছু বিষ
গোলকধাঁধা ও মৃত্যু
মন চূর্ণ হতে হতে কখনো
রহস্যময় অরণ্যদ্বীপ
চৌদিক আঁধার হয়ে এলে
জলও বিবর্ণ ছায়া
রাতের তিমিরে সমুদ্রের
ঢেউ নিদ্রার স্পষ্টতা
ক্ষয়ে যাওয়া ভোরের কাছে
নিয়ে যায়। প্রান্তরজুড়ে
পাথরসময় শূন্যতায় খেলা
করে মুহূর্ত ও আলোর
গোলক। অন্ধ যে জন তার
জন্য খোলা সব পথ
সবচে' বেশি চোখে দ্যাখে
যে, সে চতুর শৃগাল
আন্তরিক সময় বলতে প্রণয়
নয় কাটাছেঁড়া স্বার্থযুক্ত
ছুরি। বন্ধুত্ব বলতে পুঁজিবাদ
আর কৃত্রিম হাসির
ঝিলিক। যে প্রতিদিন শৃঙ্খলার
কথা বলে তিনি যুক্তির
যাতাকলে পিষ্ট হতে থাকে
বিবাদের চেয়ে সন্ধি ভালো যদি
সে বৈভব বোঝে!
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত