বিষাদের পঙতিমালা

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ৬ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮

জিয়াসমীন আক্তার 
---------------------


পেরিয়ে সকল বাধার পাহাড়
সাঁতরে এলাম অথৈ নদী,
ঝঞ্ঝা মুখর তিমির আধার
পাশ কাটিয়ে এই অবধি।

দীর্ঘ সফর যাত্রাপথে-
খেই হারিয়ে কোনোমতে
খুঁজে পেতাম পথের নিশা
তন্দ্রা বিহীন তিমির রাতে-
ধ্রুবতারা হয়ে সাথে
দেখা' দেখায় পথের দিশা।

চাঁদের আলোর জোছনা হয়ে
স্বপ্ন ছুলো এই দুই হাতে,
স্বপ্ন দেখা চোখগুলোকে-
হারিয়ে এলাম আধার রাতে।

(উৎসর্গ: অকালে হারিয়ে ফেলা স্বপ্ন দেখা  চোখগুলোকে)

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত