বিশ্ব বাবা দিবসে মুশফিকের ‘ আবেগী’ বার্তা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২১, ০৯:১৮ |  আপডেট  : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:১৩

২০ জুন মাসের তৃতীয় রবিবার, বিশ্ব বাবা দিবস। বিশ্বের অনেক দেশে পালন করা হচ্ছে দিবসটি। এ দিনটিতে বাবাদের নানাভাবে শুভেচ্ছা জানানো বা স্মরণ করা হয়। ফেসবুকের অনেক ব্যবহারকারী তাদের বাবাকে নিয়ে মন্তব্য করছেন, ছবি শেয়ার করেছেন।

ক্রীড়াঙ্গনের তারকারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বাবাদের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করছেন। জাতীয় ক্রিকেট উইকেট রক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম ফেসবুকে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেন, ‘মিরপুর, গ্যাবা বা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থন করতে উপস্থিত থাকে। তার দোয়া সব সময় আমাকে দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করে। বাবা তোমাকে অনেক ভালোবাসি। সারাবিশ্বের সকল বাবাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত