বিশ্ব আদিবাসী দিবস
প্রকাশ: ৯ আগস্ট ২০২১, ১৪:১১ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ০১:২৯
শাহরিয়ার আদনান শান্তনু
---------------------------------------
আজ ৯ আগষ্ট। বিশ্ব আদিবাসী দিবস। ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে বিশ্ব আদিবাসী দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এই দিবস পালন করা হয় মূলতঃ ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর জীবন ধারা, মৌলিক অধিকার, মানবাধিকার, তাদের ভাষা ও সংস্কৃতি সম্পর্কে অন্য জনগোষ্ঠীর সবাইকে জানান।
বাংলাদেশের উত্তরাঞ্চলে আছে সাঁওতাল, ওঁরাও, মুণ্ডারী, বেদিয়া, মাহালী, গাড়ো, রাজোয়ার, কড়া, তেলী, তুরি ইত্যাদি সম্প্রদায়ের বসবাস।
আর বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম আছে চাকমা, চাক, ত্রিপুরা, মুরং, লুসাই, বম, খুমী, পাংখোয়া ইত্যাদি সম্প্রদায়।।।
সিলেট অঞ্চলে খাসিয়া এবং কক্সবাজার ও পটুয়াখালী, বরগুনায় রাখাইন সম্প্রদায়ের বসবাস।।
পহেলা বৈশাখ সকলেই বড় করে উদযাপন করে থাকে সকলেই। নাম ভিন্ন ভিন্ন। যেমনঃ বৈসুক - ত্রিপুরা ও তঞ্চঙ্যা। সাংগ্রাই- মারমা।। বিজু- চাকমা।। চাংক্রান - মুরং, কারাম- ওরাওঁ, সাওতাল, মালো।। সহরায়- সাওতাল।।। এছাড়াও ছোট আকারে বিভিন্ন সময়ে ঋতু ভিত্তিক কিছু আয়োজন আছে।
এসব ক্ষুদ্র জাতিগোষ্ঠী আছে নিজস্ব ভাষা। এখন সরকারি ও বেসরকারি উদ্যোগে এই ভাষা সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। বই প্রকাশ হয়েছে।।
ব্যক্তিগত সম্পর্ক ও পেশাগত কারণে পার্বত্য চট্টগ্রামের কয়েকটি ক্ষুদ্র নৃ জাতিগোষ্ঠীর সাথে সখ্যতা। খুব উপভোগ করেছি তাদের সান্নিধ্য। জেনেছি তাদের সংস্কৃতি, লোকাচার।। আজ আদিবাসী দিবসে তাদের জানাই শুভেচ্ছা ও শুভকামনা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত