ভিডিও বার্তা পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট

বিশ্বে অর্থনৈতিক সংকটের জন্য পাশ্চাত্য দায়ী: ব্রিক্স সম্মেলনে পুতিন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২২, ১১:৪৮ |  আপডেট  : ২৫ ডিসেম্বর ২০২৪, ০১:৫১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট ও মুদ্রাস্ফীতির জন্য পাশ্চাত্যকে দায়ী করেছেন। তিনি এক ভিডিও বার্তার মাধ্যমে অর্থনৈতিক সহযোগিতা সংস্থা ব্রিক্সের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী ভাষণে এ মন্তব্য করেন।

পুতিন ব্রিক্সভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিমা দেশগুলো রাজনৈতিক উদ্দেশ্যে নতুন নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যাচ্ছে এবং চাপ প্রয়োগের এই অপকৌশলের কারণে বিশ্বে প্রতিদ্বন্দ্বিতা ও স্নায়ুযুদ্ধ বাড়ছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, পাশ্চাত্যের এ ধরনের বিদ্বেষী কার্যকলাপের কারণে বিশ্বে যোগাযোগ ব্যবস্থার চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছে এবং পশ্চিমা দেশগুলোর এসব নাশকতামূলক তৎপরতা অর্থনৈতিক সম্পর্কের ভিত্তিকে নড়বড়ে করে দিচ্ছে; ফলে বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেন, বাণিজ্যিক তৎপরতা হ্রাস, বেকারত্ব বৃদ্ধি, কাঁচামাল ও যন্ত্রপাতির অভাবে বিশ্বের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে এবং খাদ্যশষ্যসহ অন্যান্য কৃষিপণ্যের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট বলেন, পশ্চিমা দেশগুলো মুক্ত বাণিজ্য নীতি এবং ব্যক্তি মালিকানা খাতের দায়মুক্তিকে উপেক্ষা করার কারণে ব্রিক্সভুক্ত দেশগুলো বাণিজ্যিক সহযোগিতা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জের মুখে পড়েছে।

বিশ্বের পাঁচ সম্ভাবনাময় অর্থনীতির দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে ব্রিক্স জোট গঠিত। এই জোটভুক্ত দেশগুলোতে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠীর বসবাস এবং এসব দেশ বিশ্বের মোট অর্থনীতির ২৮ শতাংশ নিয়ন্ত্রণ করে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত