বিশ্বের সেরা ক্রিকেটারের নাম জানালেন মাহমুদুল্লাহ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ আগস্ট ২০২১, ১২:১৮ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ১৬:০৫

বাংলাদেশের টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সব থেকে প্রিয় এবং সেরা ক্রিকেটারের নামে জানালেন।বিশ্বকাপ বাছাইয়ের জন্য নির্ধারিত হয়েছে বাংলাদেশের ম্যাচের দিনক্ষণ ও ভেন্যু। সব কিছু নির্ধারিত হওয়ার পর আইসিসির সংবাদ বিজ্ঞপ্ততে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। সেখানে সাকিব আল হাসান কে তিনি বাংলাদেশের সম্পদ ও বিশ্বের সেরা অলরাউন্ডার হিসেবে আখ্যায়িত করেন।

এবারের বিশ্বকাপের জন্য বাংলাদেশ অন্তত আগের তুলনায় ব্যাটে বলে একটা ভারসাম্যপূর্ণ দল নিয়ে যাচ্ছে তাতে কোন সন্দেহই নেই। সবশেষ ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে গ্রুপে সেরা হলেও মূল রাউন্ডের সব ম্যাচের সবকটি হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় বাংলাদেশ।

তবে এবার দল দারুণ ভারসাম্যপূর্ণ, সূচি ঘোষণার দিন আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বললেন মাহমুদউল্লাহ। দলের মূল শক্তি অলরাউন্ডার ও দলে কয়েকজন অলরাউন্ডার থাকায় এরকম টা হয়েছে, সেটা ফুটে ওঠে তার কথায়।

রিয়াদ বলেন “আমাদের শক্তির জায়গা দলের অলরাউন্ডাররা এবং বোলিং বিভাগ। পাশাপাশি আমাদের ব্যাটিংও ভালো এবং দলের ব্যালান্স দারুণ। পাঁচ-ছয়জন অলরাউন্ডার আছে আমাদের, যারা ব্যাট-বল দুটিতেই অবদান রাখতে পারে।”

বোলারদের নিয়েও আশাবাদী তিনি। স্পিনাররা নিজেদের মেলে ধরতে পারলে ভালো কিছু হওয়ার সম্ভবনা রয়েছে বলেই তার ভাবনা।

তিনি যোগ করেন “এই মুহূর্তে আমাদের ফাস্ট বোলাররা অবিশ্বাস্য পারফর্ম করছে। স্পিন তো বরাবরই আমাদের শক্তি। তারা যদি কয়েকটি ম্যাচে নিজেদের মেলে ধরতে পারে, আশা করি আমরা ভালো কিছু ফল পাব।”

দলে অভিজ্ঞতা ও তারুণের দারুণ সমন্বয় আশাবাদী করে তুলছে বাংলাদেশ অধিনায়ককে।সাকিব কে দলের সবচেয়ে বড় সম্পদ পাশাপাশি বিশ্বসেরা অলরাউন্ডার হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

রিয়াদ যোগ করেন “সাকিব এক নম্বর অলরাউন্ডার এবং আমাদের দলের সবচেয়ে মূল্যবান সম্পদ। মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমানও দলের জন্য গুরুত্বপূর্ণ। আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসানের মতো অন্যরাও নিজের জন্য ও দলের জন্য ভালো করতে মুখিয়ে আছে এবং এই তরুণনা নজর কাড়ার মতো।”

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত