বিশ্বব্যাপী মৃত্যু-শনাক্ত আবারও বাড়ল
প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃত্যু ও শনাক্তের সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে ১১ হাজার ৮১৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৩১ লাখ ১১ হাজার ৩৬৬ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৭ লাখ ৬ হাজার ১২২ জনের। আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ কোটি ২০ লাখ ৭২ হাজার ৯৭০ জনে।
গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের দিক দিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে নতুন করে শনাক্ত হয়েছে ২ লাখ ৯৯ হাজার ৭২২ জন এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১৪৯ জনে। এ নিয়ে দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ কোটি ৭৬ লাখ ৭৭ হাজার ৮৮৫ জনে। আর মৃত্যুর সংখ্যা ৯ লাখ ১৪ হাজার ৬০২ জনে।
গত একদিনে ভারতেও মৃত্যুর সংখ্যা ব্যাপক বেড়েছে। দেশটিতে নতুন করে ১ হাজার ৭২৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জনে। এ নিয়ে ভারতে এ পর্যন্ত মোট মৃত্যু ও শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ এবং ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জনে।
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত, শনাক্ত ও মৃত্যুর হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটারস থেকে বৃহস্পতিবার (৩ জানুয়ারি) এ তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যুতে শীর্ষে অবস্থানকারী দেশের তালিকায় রয়েছে- ব্রাজিল, ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ইতালি, জার্মানি, স্পেন, আর্জেন্টিনা, কলম্বিয়া, মেক্সিকো, পোল্যান্ড, ইউক্রেন, দক্ষিণ আফ্রিকা, পেরু, কানাডা, ইসরায়েল।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত