বিশ্বকাপ বাছাইয়ে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল, দেখবেন যেভাবে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২০ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৫০

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ব্যস্ত সময় পার করছে লাতিন দলগুলো। এরই মধ্যে একটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা-ব্রাজিলসহ প্রায় সব দল। যেখানে আর্জেন্টিনা ৩-০ গোলে চিলিকে হারিয়েছে, অপরদিকে ব্রাজিল ইকুয়েডেরের বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয় পেয়েছে। আজ ভিন্ন ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে এই দুই দল। আর্জেন্টিনা-কলম্বিয়ার হাড্ডাহাড্ডির লড়াইটি শুরু হবে রাত আড়াইটায়। আর আগামীকাল ভোর সাড়ে ছয়টার ম্যাচে সেলেসাওদের আতিথেয়তা দেবে প্যারাগুয়ে। 

লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে চিন্তামুক্ত আর্জেন্টিনা। কেননা সাত মায়চে ১৮ পয়েন্ট নিয়ে ইতিমধ্যে শীর্ষে লিওনেল স্কালোনির শিষ্যরা। কিন্তু আজ রাতের ম্যাচে কিছুটা বেগ পোহাতে হবে আলবেসেলেস্তাদের। কেননা কোপা আমেরিকার ফাইনালে এই কলম্বিয়ার বিপক্ষেই স্নায়ুক্ষয়ী যুদ্ধ হয় মেসিদের।

ঘরের মাঠে প্রতিশোধের দারুণ সুযোগ থাকছে রদ্রিগেজদের। ম্যাচটি প্রতিযোগিতাপূর্ণ হবে বলে মনে করেন আর্জেন্টিনার ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি বলেছেন, ‘আমরা জানি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা কেমন হবে। ফাইনালের পর কলম্বিয়া ম্যাচটা কঠিন হতে যাচ্ছে।’

এদিকে আর্জেন্টিনার শিবিরে হালকা চোট নিয়ে কলম্বিয়া গেছেন ম্যাক অ্যালিস্টার। যে কারণে কলম্বিয়ার বিপক্ষে তার খেলা অনিশ্চিত। চোটের সমস্যা আছে জুভেন্টাস উইঙ্গার নিকোলাস গঞ্জালেসেরও। ম্যাক অ্যালিস্টার বুয়েনস এইরেসে দলের সঙ্গে হালকা অনুশীলন করলেও গঞ্জালেস অনুশীলন করেছেন আলাদা। 

চিলির বিপক্ষে একাদশে থাকা এই দুই ফুটবলার কলম্বিয়ার বিপক্ষে খেলবেন কি না, এ নিয়ে সংবাদ সম্মেলনে নিশ্চিত কিছু বলতে পারেননি স্কালোনি, ‘আমরা এখনো একাদশ কী রকম হবে, সেটা ঠিক করিনি। তবে নিশ্চিতভাবেই কিছু পরিবর্তন আসবে।’ শেষ পর্যন্ত যদি গঞ্জালেস ও ম্যাক অ্যালিস্টার দুজনই খেলতে না পারেন, সে ক্ষেত্রে স্কালোনির জন্য বিকল্প হতে পারেন লিয়ান্দ্রো পারেদেস ও জিওভান্নি লো সেলসো। 

ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ে সর্বশেষ চার ম্যাচে ছিলেন জয় শূন্য। তবে সেই হারের বৃত্ত ভেঙে ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে সেলেসাওরা। তবে ব্রাজিলের কপালে চিন্তার ভাজ ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে তারা। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নাই দরিভালের শিষ্যদের। 

ব্রাজিল কোচ বলেন, ‘সমর্থকদের জন্য আমাদের সেরাটা দিতে হবে। আমি বিশ্বাস করি যে আমাদের সেই সমর্থন আছে।’ পয়েন্ট টেবিলে কিছুটা নিচে থাকা ব্রাজিলের এই মুহূর্তে পূর্ণ তিন পয়েন্টে চোখ এমনটাই বলেছেন, পরিস্থিতি অস্বস্তিকর। এখান থেকে উত্তরণের জন্য আমাদের বিশেষ মনোযোগ দিতে হবে।’

এদিকে এই খেলা সরাসরি সম্প্রচার করবেনা বাংলাদেশের কোনো টিভি চ্যানেল। তবে বাংলাদেশি আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। আলবেসেলেস্তা-কলম্বিয়ার ম্যাচটি ও প্যারাগুয়ে-সেলেসাওদের বাছাইপর্বের ম্যাচটি সরাসরি দেখতে পারবেন এই লিংকে— (আর্জেন্টিনা-কলম্বিয়া)  (ব্রাজিল-প্যারাগুয়ে)। এছাড়া মোবাইলে দেখতে Sportzfy অ্যাপ নামিয়ে দেখতে পারবেন লাইভ খেলা। এছাড়া মোবাইলে স্কোর দেখতে এখানে ক্লিক করুন— (ব্রাজিল-প্যারাগুয়ে) ও (আর্জেন্টিনা-কলম্বিয়া)। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত