বিশ্বকাপ ফাইনালে উঠে যা বললেন ফ্রান্সের প্রেসিডেন্ট

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২২, ০৯:৫৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৭:৪২

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। সেই ম্যাচে গ্যালারিতে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমনানুয়েল মাক্রোঁ। পুরো ৯০ মিনিট একজন প্রকৃত ফুটবলপ্রেমীর মতোই ম্যাচটি উপভোগ করেন তিনি। মরক্কোকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ফ্রান্স। ম্যাচ শেষে প্রেসিডেন্ট মাক্রোঁ জানান, রোববারের ফাইনাল জিতবে তার দেশ। 

মাক্রোঁ বলেন, ‘দেশবাসীর সরল ও খাঁটি আনন্দের প্রয়োজন যা খেলাধুলা প্রদান করে থাকে, বিশেষ করে ফুটবল। দেড় ঘণ্টা আগের সময়ের তুলনায় এখন খুব ভালোবোধ করছি আমি। বেশ কিছু জায়গায় ভুগেছিলাম তবে খুবই অসাধারণ এক দলকে খেলতে দেখলাম আমরা। সেজন্য আমাদের কোচ ও তার দলকে অনেক বড় ধন্যবাদ। সবাই মুহূর্তটি উপভোগ করছে এবং রোববারের ফাইনাল আমরাই জিতব। আমি রোববারও উপস্থিত থাকব।’

ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের প্রশংসা করে ফ্রান্স প্রেসিডেন্ট বলেন, ‘এই দল আমাকে খুবই গর্বিত করেছে। আবারও অসাধারণ এক ম্যাচ দেখলাম। দেশমের এটা তৃতীয় ফাইনাল। শিরোপা আমরা ফিরিয়ে আনবোই।’

রাশিয়া বিশ্বকাপেও ফ্রান্সের ডাগআউটে ছিলেন দেশম। এবার আরো একবার তার হাত ধরে ফাইনালে পা রাখলো ফ্রান্স। রোববারের (১৮ ডিসেম্বর) ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব শিরোপা জিততে পারে কিনা ফ্রান্স এখন সেটিই দেখার বিষয়। সূত্র : এপি নিউজ, গলফ নিউজ 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত