বিশ্বকাপের বাছাই পর্বে আর্জেন্টিনার দল ঘোষণা
প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ১২:১৪ | আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৪, ০৮:২০
করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে কোপা আমেরিকা আয়োজন হলেও স্থগিত করা হয়েছিল দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্ব। আগামী বছর কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপের। তার আগেই শেষ করতে হবে বাছাই পর্ব।
আগামী ৬ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মুখোমুখি হবে বর্তমান কোপা আমেরিকার চ্যাম্পিয়নরা। তার আগে ও পরে ভেনেজুয়েলা এবং বলিভিয়ার মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।
সেই লক্ষ্যে সামনে রেখে সোমবার (২৩ আগস্ট) ৩০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। দলে ফিরেছেন পাউলো দিবালা, গোলরক্ষক জেরোনিমো রুলি, ডিফেন্ডার হুয়ান ফয়থ ও উইঙ্গার এমিলিয়ানো বুয়েন্দিয়া। বাদ পড়েছেন গোলরক্ষক অগুস্তিন মার্চেসিন ও স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এছাড়াও চোটের জন্য বিবেচনা করা হয়নি পিএসজি স্ট্রাইকার মাউরো ইকার্দি ও বায়ার লেভারকুজেন স্ট্রাইকার লুকাস আলারিওকে। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে এএফএ।
আগামী ৩ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৬টায় ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। মারাকানায় দুই দল মুখোমুখি হবে ৬ সেপ্টেম্বর রাত একটায়। চার দিন পর ১০ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টায় বলিভিয়াকে আতিথ্য দেবেন মেসিরা।
বিশ্বকাপ বাছাই পর্বের ৬ ম্যাচ শেষে শতভাগ সাফল্য নিয়ে সবার উপরে পাঁচবারের বিশ্বসেরা ব্রাজিল। তিনটি করে জয় ও ড্র নিয়ে ১২ পয়েন্ট দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট) এমিলিয়ানো মার্তিনেস (অ্যাস্টন ভিলা), হুয়ান মুস্সো (আতালান্তা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল)।
ডিফেন্ডার: গনসালো মনতিয়েল (সেভিয়া), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স), লুকাস মার্তিনেস কুয়ার্তা (ফিওরেন্তিনা), লিসান্দ্রো মার্তিনেস (আয়াক্স), নাউয়েল মোলিনা (রিয়াল বেতিস), ক্রিস্তিয়ান রোমেরো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস ওতামেন্দি (বেনফিকা), হেরমান পেস্সেইয়া (রিয়াল বেতিস), হুয়ান ফয়থ (ভিয়ারিয়াল)।
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস (পিএসজি), গিদো রদ্রিগেস (রিয়াল বেতিস), রদ্রিগো দে পল (আতলেতিকো মাদ্রিদ), এসেকিয়েল পালাসিওস (বায়ার লেভারকুজেন), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), নিকোলাস দোমিনগেস (বোলোনিয়া), মার্কোস আকুনা (সেভিয়া), আলেহান্দ্রো গোমেস (সেভিয়া), আনহেল দি মারিয়া (পিএসজি)।
ফরোয়ার্ড: লিওনেল মেসি (পিএসজি), নিকোলাস গনসালেস (ফিওরেন্তিনা), হোয়াকিন কোররেয়া (লাৎসিও), লাউতারো মার্তিনেস (ইন্টার মিলান), আনহেল কোররেয়া (অ্যাথলেটিকো মাদ্রিদ), এমিলিয়ান বুয়েন্দিয়া (অ্যাস্টন ভিলা), পাওলো দিবালা (জুভেন্টাস)।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত