বিরোধিতা করায় ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানকে বহিষ্কার
প্রকাশ: ৭ আগস্ট ২০২৪, ১১:৩০ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:১০
জোটের অন্য সদস্যদের সঙ্গে কোনও আলাপ-আলোচনা না করে ৩ আগস্ট ছাত্র-জনতার ন্যায়সংগত আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার অভিযোগ এনে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীকে বহিষ্কার করেছে লিবারেল ইসলামিক জোট। তিনি এই জোটের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর মিরপুরে জোটের এক সভায় আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এতে সভাপতিত্ব করেন লিবারেল ইসলামিক জোট ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
জোটের নেতারা বলছেন, ‘স্বৈরাচারের পতনে দেশের মানুষ উল্লসিত। যে কাজ বিগত ১৬ বছর ধরে রাজনৈতিক দলগুলো করতে পারেনি। সে কাজ ছাত্র-জনতা করে দেখিয়ে দিয়েছেন। আমরা জোটের পক্ষ থেকে গণ-অভ্যুত্থানের বীর নায়কদের অভিবাধন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি।’
‘পাশাপাশি এই অভ্যুত্থানকে কেউ যেন ভিন্ন খাতে প্রবাহিত করতে না পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই সংখ্যালঘুদের মন্দির ও ঘর-বাড়িতে হামলাসহ বিভিন্নভাবে যে সহিংসতা হচ্ছে তা বন্দ করার জন্য আহ্বান জানাচ্ছি। দেশকে স্থিতিশীল ও আইনের শাসনে নিয়ে আসার আহ্বান জানাচ্ছি,’ বলেন নেতারা।
জোটের সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনদল বিজিডির চেয়ারম্যান ও লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী, লিবারেল ইসলামিক জোটের কো-চেয়ারম্যান ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান মো. হাসরত খান ভাসানী, মহাসচিব খালেদ শাহরিয়ার, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি) সিনিয়র যুগ্ম মহাসচিব মো. বাচ্চু হাওলাদার প্রমুখ।
কা/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত