বিমানবন্দরে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ৬ অক্টোবর ২০২১, ০৭:৫৮ |  আপডেট  : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৬

দুবাই থেকে আসা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকা মূল্যের ১২০টি স্বর্ণের বার (প্রায় ১৩ দশমিক ৯২ কেজি) জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের ফ্লাইট থেকে এই স্বর্ণ জব্দ করা হয়।
 
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় স্বর্ণগুলো উদ্ধার করা হয়।

বুধবার বেলা ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত