বিপিএল এ চট্টগ্রামের দায়িত্বে শুভাগত
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ১১:২৯ | আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৪, ১৭:০৭
বিপিএলের একেবারে শেষ সময়ে এসে একে একে সামনে আসছে অধিনায়কদের পরিচয়। সিলেট, রংপুর, বরিশাল, কুমিল্লা ফ্র্যাঞ্চাইজ গতকালই জানিয়েছে তাদের অধিনায়কের নাম। আজ বুধবার নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। নবম আসরের মতো এবারেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দায়িত্ব পালন করবেন শুভাগত হোম। আগের আসরেও তিনিই ছিলেন অধিনায়ক। যদিও সেবার আসরের তলানিতে ছিল বন্দরনগরীর এই দলটি। এবার দশম আসরেও শুভাগতর উপর আস্থা রেখেছে চ্যালেঞ্জার্স কতৃপক্ষ।
বুধবার আনুষ্ঠানিকভাবে দলটির অধিনায়ক হিসেবে শুভাগতর নাম প্রকাশ করেছে চট্টগ্রাম। দলটিতে দেশি তেমন বড় তারকা না থাকলেও বেশ কয়েকটি বিদেশি তারকাকে ভিড়িয়েছে তারা। কোচের পদে আছেন ঘরোয়া ক্রিকেটের কিংবদন্তি বনে যাওয়া তুষার ইমরান।
দেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছে - শুভাগত হোম (অধিনায়ক), জিয়াউর রহমান, নিহাদউজ্জামান, শহীদুল ইসলাম, তানজিদ হাসান, আল আমিন হোসেন, সৈকত আলী, ইমরানুজ্জামান, শাহাদাত হোসেন, সালাউদ্দিন শাকিল, হুসনা হাবিব।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে রয়েছে - কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্ডো, মোহাম্মদ হারিস, নজিবউল্লাহ জাদরান, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ হাসনাইন, স্টিভ এসকিনাজি, কার্টিস ক্যাম্ফার, বিলাল খান।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত