বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রস্তুতি সভা
প্রকাশ: ৭ ডিসেম্বর ২০২১, ১৯:২৮ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ০৬:০৫
বাগেরহাটে মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসকের সমেম্লন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায়, বাগেরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মোরেলগঞ্জ পৌরসভার মেয়র মনিরুল ইসলাম তালুকদার, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলামসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা অংশগ্রহন করেন।
সভায় বিজয় দিবসের দিনে প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠে একযোগে সকলের অংশগ্রহন নিশ্চত করতে নির্দেশনা দেওয়া হয়। বিজয় দিবস উপলক্ষে জেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে আলোকসজ্জাসহ নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত