বিজয়ী চেয়ারম্যানসহ ১৬ জনকে বিবাদী করে আদালতে দুই পরাজিত চেয়ারম্যান প্রার্থীর মামলা
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২২, ২০:২৭ | আপডেট : ১২ জানুয়ারি ২০২৫, ২২:৩১
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাহিদ সুলতানাসহ উপজেলা নির্বাচন অফিসার, নয় প্রিজাইডিং অফিসার ও প্রতিদ্বন্দী চার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। নির্বাচনে পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান (বিএনপি সমর্থিত) প্রার্থী মোজাহার হোসেন ও অপর স্বতন্ত্র (আওয়ামীলীগের বিদ্রোহী) প্রার্থী রবিউল ইসলাম বাদী হয়ে মোট ১৬ জনকে বিবাদী করে গত বুধবার বগুড়া জেলার প্রথম সিনিয়র সহকারি জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে এ মামলা দায়ের করেন ।
মামলার বিবরনে জানা যায়, গত ৫ জানুয়ারী আদমদীঘি উপজেলায় প ম ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে উপজেলার সান্তাহার ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট পাঁচজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করেন। নির্বাচনে আওয়ামীলীগ দলীয় প্রার্থী নাহিদ সুলতানা নৌকা প্রতীকে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী ছিলেন বাদী স্বতন্ত্র প্রার্থী মটরসাইকেল প্রতীকের মোজাহার হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের রবিউল ইসলাম। বাদীরা তাঁদের অভিযোগে বলেন, ভোটে নৌকা প্রতীকের প্রার্থী নাহিদ সুলতানা ব্যাপক প্রভাব বিস্তার করে ভোট কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেয়া, ইভিএম জালিয়াতিসহ ভোট গননায় কারচুপি করে বিজয়ী হন। বাদীরা তাঁদের আবেদনে ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ব্যবহৃত ইভিএমের মেমোরী কার্ড, হার্ডকপি প্রদান, ফলাফল বাতিল’সহ ও পুনরায় ভোট গননার দাবি জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত