বিচিত্র কুমারের ঈদের ছড়া

  সাহিত্য ও সংস্কৃতি ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২১, ২০:৫১ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ০১:৫৬

বিচিত্র কুমার
-------------------------

 

কুরবানির গরু


হাট থেকে আনলো দাদা
মস্ত বড় ষাঁড়,
তার গলায় ঝুলানো ছিলো
রঙিন ফুলের হার।

লাদুস লুদুস চেহারাটা
লালচে রঙের গরু,
শিং দুটি তার খাঁড়া
লেজটা তার সরু।


কুরবানি


মনের পশুকে জবাই দিতে
এসেছে ঘরে কুরবানি,
দূর হয়ে যাক জমে থাকা
শত খারাপ চিন্তা গ্লানি।

এই প্রার্থনা করি যেন
সবাই তুলে দুটি  হাত,
মনের পশুত্ব দূর হয়ে যাক
হে খোদা করি মুনাজাত।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত