তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

'বিএনপি নেতা রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা নরকের কীটের চেয়েও জঘন্যতম'

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৩, ১৪:১৯ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১৫:২০

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, গত ২৮ অক্টোবর থেকে বিএনপি দেশে যেভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করছে, তা মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। ট্রেনে আগুন লাগানোর ঘটনাকে সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী যে বক্তব্য দিয়েছেন, তা নরকের কীটের চেয়েও জঘন্যতম।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ ২৮ থেকে দেশের অর্জন নিয়ে ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম এই সভার আয়োজন করে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচন বানচাল করার চেষ্টা সফল হবে না। জনগণ এখন নির্বাচনমুখী। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি সচল রয়েছে। সামনের দিনে অর্থনীতি আরও মজবুত হবে।

সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর অতিমাত্রার জালানি পোড়ানোর কারণে পরিবেশ বিপর্যয় হচ্ছে। এর নির্মম শিকার হচ্ছে বাংলাদেশ। মানুষের বেঁচে থাকার জন্য পরিবেশ রক্ষা করতে হবে।

সভায় প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া, ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি কাওসার রহমান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বক্তব্য রাখেন।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত