বিএনপি নেতা মঈন খানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩ নভেম্বর ২০২৩, ১১:১৯ |  আপডেট  : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১:০০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এ সময় তারা দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বৃটিশ হাইকমিশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্য ও ছবি শেয়ার করা হয়েছে। বৈঠকটি বৃটিশ হাইকমিশনে এ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। বৃটিশ হাইকমিশন বলছে, চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইকমিশনার।

অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সংযম প্রদর্শন, সহিংসতা পরিহার এবং একযোগে কাজ করার জন্য যুক্তরাজ্য সকল অংশীজনের প্রতি আহ্বান জানিয়েছে। বিএনপি সূত্র বলছে, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত