বিএনপি নেতাদের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর বৈঠক অনুষ্ঠিত

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৯ আগস্ট ২০২৪, ১৪:৩২ |  আপডেট  : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২:২৪

ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসের সঙ্গে বৈঠকের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘নিরপেক্ষ নির্বাচন নিয়ে কারও কোনো সন্দেহ নেই।’

আজ শুক্রবার বেলা ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের অফিসে এই বৈঠক হয়। বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গোয়েন লুইস এবং আমীর খসরু। সকালে গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু বলেন, বড় ধরনের পরিবর্তন হয়েছে। দ্বিতীয়বার স্বাধীনতা  এসেছে। দেশের মানুষের মানবাধিকার রক্ষায় জাতিসংঘের বড় সমর্থন ছিল। এখন মানুষের শঙ্কা কেটে গেছে। সবাই মিলে আগামী দিনের বাংলাদেশ গড়ে তোলা হবে। সেখানে জাতিসংঘের সমর্থন প্রয়োজন রয়েছে।

গোয়েন লুইস সাংবাদিকদের বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত এই অন্তর্বর্তী সরকারকে জাতিসংঘ  সমর্থন দিচ্ছে। বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে কীভাবে সহায়তা করতে পারে, সে জন্য জাতিসংঘ সব অংশীদার, দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলছে। তিনি আরও বলেন, গত কিছুদিনে যা ঘটেছে, তার তদন্ত হবে বলেও জাতিসংঘ আশা করছে। এ ছাড়া দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য সবাইকে শান্ত থাকতে হবে বলেও জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ এবং ঢাকায় নিযুক্ত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ হুমা খান।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত