বিএনপি থেকে বহিষ্কারের খবরে বিস্মিত কামাল, জানালেন আক্ষেপ
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২২, ১৪:১৩ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০১:২৮
বিএনপি অংশ না নিলেও স্বতন্ত্র হিসেবে মেয়র পদে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নির্বাচন করেন তৈমূর আলম খন্দকার। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক এই আহ্বায়ক তার প্রধান নির্বাচনী এজেন্ট মনোনীত করেন বিএনপি নেতা এটিএম কামালকে। কিন্তু ভোট শেষ হওয়ার দুইদিন পর হঠাৎ তাদের দুজনকে বহিষ্কার করে বিএনপি। দলের এমন সিদ্ধান্তে বিস্মিত হয়েছেন কামাল।
আক্ষেপ করে তিনি বলেন, শুধু এই দলের জন্য রাজপথে বহু নির্যাতন সহ্য করেছি, রিমান্ডে নিয়েছে। অর্থনৈতিকভাবে পরিবার বিধ্বস্ত, বিপর্যস্ত এখন। মঙ্গলবার রাতে প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।
বহিষ্কারের বিষয়ে এটিএম কামাল বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, আমাকে বহিষ্কারের চিঠি দেওয়া হয়েছে। আমি বিস্মিত হয়েছি, বহিষ্কারের চিঠি আমার কাছে আসার কথা। কিন্তু আমি পাইনি।’
তিনি আরও বলেন, আমি শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সেই আদর্শ থেকে কেউ সরাতে পারবে না। দল যদি মনে করে তাদের প্রয়োজন নেই, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। এই সিদ্ধান্ত মাথা পেতে নেবো। এতোদিন দলের গুরুত্বপূর্ণ পদ নিয়ে রাজপথে ছিলাম, এখন সাধারণ সমর্থক হিসেবে থাকবো। আমৃত্যু দলের জন্য কাজ করে যাবো।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত