নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাদের

বিএনপির গতবার ঐক্যের যে পরিণতি হয়েছে এবারও সেই পরিণতি অপেক্ষা করছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ১৯:৩৮ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১৩:৪৩

ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐক্যের যে পরিণতি হয়েছে এবারও সেই একই পরিণতি অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'জগাখিচুড়ির ঐক্য করে কোনো লাভ নেই, বিএনপির গতবার ঐক্যের যে পরিণতি হয়েছে এবারও সেই পরিণতি অপেক্ষা করছে।'

শনিবার (১৭ সেপ্টেম্বর) নরসিংদী জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

যারা ইতিহাসের অবাঞ্ছিত সত্যের পুনরাবৃত্তি ঘটিয়েছে তাদের স্বরূপ উন্মোচিত করতে হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বলেন পাকিস্তান আমলে ভালো ছিলাম- তখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান যে বঙ্গবন্ধু হত্যার মাস্টারমাইন্ড ছিলেন সেটাও আজ তাহলে সত্য?'

বিএনপি মহাসচিবের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'আজ প্রমাণিত হয়েছে বিএনপির রাজনীতি পাকিস্তান ধারার রাজনীতি, বিএনপির রাজনীতি দ্বিজাতি তত্ত্বের রাজনীতি।'

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, 'বিএনপির রাজনীতি সাম্প্রদায়িকতা ও সন্ত্রাসের রাজনীতি। আজ শুধু বাংলাদেশ নয়, কানাডার আদালতেও বিএনপিকে স্বীকৃতি দিয়েছে সন্ত্রাসী দল হিসেবে। মির্জা ফখরুল আবারও পাকিস্তান প্রীতি দেখিয়ে প্রমাণ করেছেন বিএনপি সাম্প্রদায়িক দল।'

বিএনপি ক্ষমতায় যেতে পারলে এদেশকে আবার পাকিস্তানি ধারায় নিয়ে যাবে এমন দাবি করে ওবায়দুল কাদের বলেন, 'সেটাই এখন বিএনপির টার্গেট, সেজন্যই আজকে বিএনপি ঐক্যের নামে টালবাহানা করছে, সাম্প্রদায়িক শক্তির সাথে জোট করে।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে তিনি বলেন, 'বাংলার মাটিতে, মুক্তিযুদ্ধের মাটিতে বাংলাদেশবিরোধী, স্বাধীনতাবিরোধী চেতনার শক্তির জগাখিচুড়ির ঐক্য দিয়ে নির্বাচন করে মুক্তিযদ্ধের দেশে জয়লাভ করা যাবে না।'

কাদের বলেন, 'বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন অর্জনে যে রেকর্ড স্থাপন করেছেন সেই দেশে আগামী নির্বাচনেও শেখ হাসিনারই জয়লাভ হবে, ইনশাআল্লাহ নৌকা বিজয়ের বন্দরে পৌঁছাবে।'

দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, 'শেখ হাসিনার ওপর আস্থা রাখুন, আজকের এই সংকটে প্রধানমন্ত্রী সব সামাল দিচ্ছেন এবং দেবেন। বাংলাদেশ স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে, তিনি এই সংকটে যা যা করার সবকিছুই করবেন। তারা সময়মত সঠিক সিদ্ধান্ত নিয়েছেন সবকিছু পথরেখা ধরে এগিয়ে যাচ্ছে শেখ হাসিনার নির্দেশে।'

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তত্ত্বাবধায়ক সরকারের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'তত্ত্বাবধায়ক সরকার এখন উচ্চ আদালতের নির্দেশে মিউজিয়ামে। আপনাদের নেত্রীই একসময়ে বলেছিলেন নিরপেক্ষ বলে কিছু নেই, নিরপেক্ষ হচ্ছে পাগল ও শিশু।'

নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজীবুল্লাহ হিরু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং নরসিংদী জেলা আওয়ামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন৷

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত