বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত আহত

  বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৪, ১২:২৪ |  আপডেট  : ২১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৮

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপির কর্মী সমাবেশে প্রতিপক্ষের হামলায় অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের ফকিরহাট, মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার মোল্লাহাট মাদ্রাসা ঘাটে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সমাবেশে উপস্থিত থাকা বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী (২০১৮) ইঞ্জিনিয়ার মাসুদ রানা জানান, বিকালে মোল্লাহাটের গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ শুরু হয়। সেখানে মোল্লাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক জামাল উদ্দিন শিকদারের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের একদল নেতাকর্মী দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। এতে কমপক্ষে ৫০ জন নেতাকর্মী আহত হন। তাদের ফকিরহাট ও অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মোল্লাহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

মোল্লাহাট থানার ওসি শফিকুল ইসলাম জানান, গাওলা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ মাদ্রাসা ঘাটে অনুষ্ঠিত হয়। এই কর্মী সমাবেশে জামাল উদ্দিন ও হাফিজুর রহমানের গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হলে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর পেয়ে ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

গ্রা/কা/আ 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত