বিএনপির অফিস পুলিশ তালা দেয়নি, তারা নিজেরাই তালা মেরে রেখেছে : ডিএমপি কমিশনার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৩, ১১:৪০ |  আপডেট  : ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪১

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, বিএনপি নিজেরাই তাদের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে তালা মেরে রেখেছে। তাদের কার্যালয়ে পুলিশ তালা দেয়নি। তারা অফিসে ঢুকতে চাইলে আমাদের কোনো আপত্তি নেই।

মঙ্গলবার সকালে বিএনপির অবরোধে নাশকতা ও অগ্নিসংযোগের ঘটনায় আহত রোগীদের দেখতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, নাইম নামের একজন বাসের হেলপারকে পুরিয়ে হত্যা করেছে। এখানে বাসের শ্রমিক যারা আছেন তাদের আর্থিক সহযোগিতা করা হবে। আগুন দেয়ার ঘটনায় হাতেনাতে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কাজে সংশ্লিষ্ট থাকায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার।

 

কা/আ

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত