বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচীর অগ্রগতি নিয়ে মতবিনিময়
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২১, ২০:০৬ | আপডেট : ৭ জানুয়ারি ২০২৫, ০৭:৪৩
বাগেরহাটে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অগ্রগতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যানোর মধ্যে বক্তব্য দেন, সমাজকল্যান মন্ত্রণালয়ের উপসচিব জাহানারা বেগম, খুলনা বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোঃ আব্দুর রহমান, বাগেরহাটের নবাগত সিভিল সার্জন ডা: জালাল উদ্দীন আহম্মেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: শাহীন হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় জেলার সকল বিভাগের কর্মকর্তা সেচ্ছাসেবক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
সভায় করোনা পরিস্থিতিতে বাগেরহাটের বিভিন্ন বিভাগসমূহ কিভাবে করোনাকে মোকাবিলা করছেন তার উপর বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে প্রধান অতিথি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মাহফুজা আক্তার বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকায় “আমাদের গ্রামঃ ক্যান্সার কেয়ার এ্যান্ড রিসার্স সেন্টার” নির্মান প্রকল্প পরিদরর্শণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত