বাড়িছাড়া তরুণদের জঙ্গি সংগঠনে অর্থসরবরাহকারী হাবিবুল্লাহ গ্রেফতার
প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ১০:০৩ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ২১:১৮
জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের বিভিন্ন জায়গা থেকে কিশোর ও তরুণদের বাড়ি ছেড়ে যাওয়ার সাথে জড়িত সংগঠনের দাওয়াতি ও অন্যতম অর্থসরবরাহকারী হাবিবুল্লাহকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় বাড়ি ছেড়ে যাওয়া আরও তিন তরুণসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন রবিবার (৯ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, বাড়ি ছেড়ে যাওয়া ৩ তরুণসহ পাঁচজনকে রাজধানীর যাত্রাবাড়ী এবং কেরানীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সোমবার সকালে রাজধানীর কাওরান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।এর আগে, র্যাবের অভিযানে ঘর ছেড়ে যাওয়া ৪ তরুণসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত