বাড়ছে করোনার টিকার আওতা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৬ জুলাই ২০২১, ১১:০৮ |  আপডেট  : ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:০১


করোনার টিকার জন্য নিবন্ধনকারীর বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করতে যাচ্ছে সরকার। অল্প সময়ের ব্যবধানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি কৃষক ও শ্রমিকদের নিবন্ধনও শুরু হবে। তবে যুক্তরাষ্ট্র থেকে আসা মডার্নার টিকা গ্রামের মানুষকে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম  বলেন, ‘টিকা গ্রহণকারীদে, ‘টিকা গ্রহণকারীদের বয়সসীমা এখন ৪০। আমরা এই বয়সসীমা আরও পর্যায়ক্রমে কমিয়ে আনার চিন্তা করেছি। বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। বয়সসীমা কমানো হলে বেশি মানুষ টিকার আওতায় আসবে।’

বয়সসীমা কমালে আপাতত তিন কোটি ৪১ লাখ মানুষ নিবন্ধনের আওতায় আসবে। সরকারি কর্মকর্তারা বলেছেন, নিয়মিতভাবে টিকা আসার সম্ভাবনা আছে। সেই পরিপ্রেক্ষিতে নিবন্ধনের পরিমাণ বাড়াতে চাচ্ছে সরকার। গতকাল পর্যন্ত নিবন্ধন করা ব্যক্তির সংখ্যা ছিল ৭২ লাখ ৮৯ হাজার ৫৬৪।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত