বাস্তব ঘটনা অবলম্বনে আকাঈদ রনি নির্মাণ করলেন ওয়েব ফিল্ম ‘সাহস’
প্রকাশ: ১ জুন ২০২৪, ১৬:২২ | আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:৫৫
বাস্তব ঘটনা অবলম্বনে নাটক বাড়ী প্রযোজনায় ও আকাঈদ রনির পরিচালনায় নির্মিত হল ওয়েব ফিল্ম ‘সাহস’। অনলাইন প্লাটফর্ম নাটক বাড়ি ইউটিউব চ্যানেলে আগামী ৭ জুন ওয়েব ফিল্মটি মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন সাহেদ শাহারিয়ার, সারমিন সাথি, কুন্তল বিশ্বাস বুকি, জাহিদ, মৃনা তৃষনা, তিন্নি, শিমুল খানসহ আরো অনেকে।
ওয়েব ফিল্ম কাহিনী সম্পর্কে আকাইদ রনি বলেন, ২০২২ সালের দিকে ভারতের রাজস্থান প্রদেশে একটি বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই ওয়েব ফিল্ম টি নির্মাণ করা হয়েছে। যেটি দেখার পরে দর্শক একটি প্রতিবাদী মেসেজ পাবে। একটি অপরাধ থেকে আরেকটি অপরাধ যে ভাবে সৃষ্টি হয় সেই ঘটনাকে প্রামাণ্য চিত্রে রূপ দিয়েছি।
‘একটা ভালো গল্প বা বাস্তব ঘটনাকে ডিরেক্টর একা কখনও ফুটিয়ে তুলতে পারে না, যদি তার টিমের লোকজন আর্টিস্টদের সাপোর্ট না থাকে।’ আমি মনে করি আমি সবার অনেক ভালো সাপোর্ট পেয়েছি। আমি অনেক আশাবাদী আমার এই কাজ নিয়ে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত