বাসস’র প্রধান সম্পাদকের রোগমুক্তি কামনায় লৌহজং প্রেসক্লাবের দোয়া মাহফিল   

  লৌহজং প্রতিনিধি:

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২১, ১৯:১৩ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২১:২৪

বাংলাদেশ সংবাদ সংস্থা’র (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং লৌহজং প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদের রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে লৌহজং প্রেস ক্লাব। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঘোড়দৌড় বাজারে অবস্থিত দৌলত খান কমপ্লেক্সে প্রেস ক্লাবের কার্যালয়ে প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় প্রধান উপদেষ্টা আবুল আজাদ ও তাঁর পরিবারের করোনা মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কৃতী সন্তান সাংবাদিক আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রেস সচিব ছিলেন। তিনি ও তাঁর স্ত্রী, পুত্র, পূত্রবধূ, নাতিসহ দুই সপ্তাহ ধরে করোনা আক্রান্ত হয়ে  ঢাকার বাসায় চিকিৎসাধীন আছেন। আগের তুলনায় কিছুটা সুস্থ বলে প্রতিবেদককে জানান। তিনি তাঁর ও পরিবারের সদস্যদের রোগমুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত