বাসদ নেতা মুবিনুল হায়দার চৌধুরীর ইন্তেকাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ জুলাই ২০২১, ২০:৩২ |  আপডেট  : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৫

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্ক্সবাদী) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী মারা গেছেন। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকরুদ্দিন কবির জানান, চিকিৎসাবিজ্ঞানের কল্যাণে মুবিনুল হায়দার চৌধুরী তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজে দান করে গেছেন। তাঁর মৃত্যুতে বাসদ (মার্ক্সবাদী) তিন দিনব্যাপী শোক পালন করবে।

৮৮ বছর বয়সী মুবিনুল হায়দার ২০১২ সালে ইউরিনারি ট্র্যাক্ট ক্যানসার থেকে সেরে উঠেন। 

গত ১৩ মার্চ গোসল করার সময় তিনি পিছলে পড়ে গিয়ে মেরুদণ্ডে আঘাত পান। এরপর থেকে তিনি হাত ও পা নাড়াতে পারছিলেন না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত