বাশখালীসহ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন
প্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১৯:১০ | আপডেট : ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:১৯
“রক্তমাখা বাঁশখালীসহ সকল কয়লা বিদ্যুৎ বন্ধ করো, বাংলাদেশ উপকূল রক্ষা করো” এই প্রতিপাদ্য নিয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে বাগেরহাটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বিশ^ ধরিত্রি দিবস-২০২১ উপলক্ষে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার আয়োজনে মোংলা পৌর শহরের গিয়াসউদ্দিন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় শিশুরা প্লাকার্ডে পরিবেশ বান্ধব নানা শ্লোগান লিখে প্রতিবাদী কর্মসুচিতে অংশগ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মোংলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ নূর আলম শেখ, বাপা নেতা মোল্লা আল মামুন, জানে আলম বাবু, শেখ রাসেল প্রমূখ।
বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলকে বাঁচাতে বাঁশখালীসহ সকল কয়লা বিদ্যুৎ বন্ধ করে দিতে হবে। বাঁশখালী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত পূর্বক সাত শ্রমিক হত্যার বিচার করতে হবে। ধরিত্রীকে বাঁচাতে ফসিল ফুয়েল থেকে এই মুহুর্তেই বিশ্বকে এগিয়ে আসতে হবে। জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠায় উন্নত বিশ্বকে ক্ষতিগ্রস্থ দেশসমুহকে ক্ষতিপূরণ দিতে। প্রাণ-প্রকৃতি সুরক্ষা করে সরকারকে পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনা করাসহ নদী-খাল-বিল-জলাশয়-পাহাড়-জঙ্গল দখল করে পরিবেশ বিরোধী এবং সুন্দরবন বিনাশী উন্নয়ন পরিকল্পনা বন্ধের আহবান জানান বক্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত