বার হোক কিংবা রিসোর্ট আইন অমান্য করলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: ১৬ জুন ২০২১, ১৩:০৩ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ১৯:৫২
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বার কিংবা রিসোর্ট যেখানে আইন অমান্য করা হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমিতে বুধবার সকালে ২১তম ব্যাচ নবীন ব্যাটালিয়ন আনসারদের ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি আরও বলেন, আবু ত্বহা আদনান নিখোঁজের ক্লু আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এ সময় প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন। পরে প্রধান অতিথি তিনজন কৃতি ও চৌকস প্রশিক্ষণার্থীদের পুরস্কার প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীমসহ বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক, কমান্ডার, উপ-মহাপরিচালক ও সদর দফতর একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত