বার্সেলোনাকে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতলো বোকা
প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২১, ০৯:৫৮ | আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২
ফুটবল কিংবদন্তি দিয়েগো মারাডোনার স্মরণে আয়োজন করা হয় ম্যারাডোনা কাপের। তাতে টাইব্রেকারে বার্সেলোনাকে হারিয়ে প্রথমবারের মতো ম্যারাডোনা কাপ জিতলো আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।
মঙ্গলবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচটি টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচ জিতে নেয় বোকা।ফুটবল কিংবদন্তি দিয়াগো ম্যারাদোনার স্মরণে দুই দলের লড়াই হলো হাড্ডা-হাড্ডি। নির্ধারিত সময় ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।
ম্যাচের ৫০তম মিনিটে বার্সেলোনাকে এগিয়ে নেন ফেররান হুতগ্লা। দানি আলভেসের ক্রস ফেলিপে কৌতিনিয়োর গায়ে লাগলে বল পেয়ে যান তিনি। চমৎকার ফিনিশিংয়ে খুঁজে নেন জাল। কিন্তু এ লিড বার্সা ধরে রাখতে পারেনি। ৭৭তম মিনিটে এসেকিয়েল সেবাইয়োসের গোলে সমতা আনে বোকা।
সমতায় ম্যাচ শেষ হওয়ার পর ছিল না কোনো অতিরিক্ত সময়। ম্যাচটি সরাসরি গড়ায় টাইব্রেকারে। সেখানে একটি শট ঠেকিয়ে বোকার জয়ে বড় অবদান রাখেন গোলরক্ষক অগাস্তিন রসি।
পেনাল্টিতে প্রথম দুই শট গোল করলেও তৃতীয় শট ঠেকিয়ে দেন বোকার গোললক্ষক। আর চতুর্থ শটবি বাইরে মারলে ম্যাচ জিতে বোকা জুনিয়রস। প্রথমবারের মতো আয়োজিত ম্যারাডোনা কাপের মুকুট পরল ফুটবল কিংবদন্তীর দেশেরই ক্লাব বোকা জুনিয়র্স।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত